বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা, বানারীপাড়া (বরিশাল)।। খোদার পরে সাধারণ মানুষের আশা ও ভরসার শেষ আশ্রয় স্থল প্রধানমন্ত্রী দেশরতœ মমতাময়ী মা শেখ হাসিনার উপহার (নগদ) অর্থ সমাজের পথ প্রদর্শক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করা হয়েছে। বানারীপাড়া উপজেলা ও পৌরসভার প্রায় ৫শত মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া নগদ ৫ হাজার টাকা তুলে দেন উজিরপুর-বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম। শুক্রবার বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে মহতি এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল, ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও আব্দুল জলিল ঘরামী,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুদ করিম,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি জাকির হোসেন,সম্পাদক সুজন মোল্লা,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত বিশ্বব্যাপী বিরাজমান নভেল কোভিড-১৯’র সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদ গুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এসব ভেবে মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব তহবিল থেকে দেশের আড়াই লাখ মসজিদে ৫ হাজার টাকা করে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা উপহার দেন। যা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করা হয়। এর আগে তাদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী উপহার দেয়া হয়।