বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ॥ ‘উপকুল বাঁচাও, দেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও’ এ শ্লোগান নিয়ে বরিশালে সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকুলীয় জলবায়ু আন্দোলন,বারশাল জেলা কমিটি। আজ শুক্রবার (২৯ই) নভেম্বর সকাল ১০ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালন করেছেন তারা। কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থার প্রবীণ সদস্য আনোয়ার জাহিদ,বরিশাল সচেতন নাগরীক কমিটি জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা,মহিলা পরিষদ জেলা কমিটি সাধারন সম্পাদক পূস্প রানি,মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ মোতালেব হাওলাদার,আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,শুভংকর চক্রবর্তী,সোহানুর রহমান সোহান ও সৈয়দা
মাহফুজা মিষ্টি প্রমুখ।