বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশাল শেরেবাংলা মেডিকেলে করোনা রোধে জীবানুমুক্ত করতে ৩টি
ডিজইনফেক্টর চেম্বার বসানো হয়েছে। আজ (২৩ই) মে শনিবার সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল-াহর পক্ষ থেকে এই চেম্বার উদ্বোধনকালে
হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মেয়র আধুনিক তিনটি টেপ দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগিরা স্বজনদের সাথে সরাসরি কথা বলতে পারেন। এ সময় সিটি মেয়র বলেন, শেরেবাংলা হাসপাতলের মাঝের গেট, জরুরী বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশ দ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।
এ সময় হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, এই চেম্বার দেয়ার ফলে হাসপাতালে প্রবেশের সময় জীবানু মুক্ত হয়ে প্রবেশ করতে পারবে বলে চিকিৎসা কার্যক্রমে সাথে যুক্তরা নিরাপদ থাকবেন।