বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নানা জটিল রোগে আক্রান্ত ৩৪ জন দরিদ্র মানুষের মাঝে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম প্রধানমন্ত্রীর তহবিলের এ চেক বিতরণ করেণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, ওসি শিশির কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মহসিন, আওয়ামীলীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক
শেখ শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।