বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দিন দিন হাসপাতাল থেকে করোনার রোগী পালানোর সংখ্যা বাড়ছে।সর্বশেষ আজ দুপুরে এক রোগি পালিয়েছে। এ নিয়ে করোনা ওয়ার্ড থেকে চার রোগি পালিয়েছে। এতে এ ওয়ার্ডের সেবার মান , নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের অব্যবস্থাপনাসহ নানা কারণে এমন ঘটনা ঘটছে। ঠিকমত ডাক্তার, নার্সরা আসেন না। ওষুধ পান না। এমন অভিযোগ রয়েছে অনেকের। অপরদিকে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগিরা সমাজে করোনা ছড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ দুপুরে ভোলার দৌলতখানের বেল্লাল নাসের ষাটোর্ধ এক বৃদ্ধ পালিয়ে যায়। গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। একের পর এক রোগি পালিয়ে বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি বিপদজনক হয়ে উঠছে। এই চার রোগি মুক্ত বাতাসে ঘুড়ে বেড়ালে তা হবে খুবই বিপদজনকভ অথবা তথ্য গোপন করে অন্য হাসপাতালে চিকিৎসান নিলে তাও বিপদজনক। কেন রোগী পালাচ্ছেন জানতে চাইলে দেশের বিশিষ্ট চিকিৎসাবিদদের অভিমত হাসপাতালগুলোয় পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে রোগীরা নানা অভিযোগ করছেন। অনেক রোগী এসে অভিযোগ করেছেন, হাসপাতালের চিকিৎসাসেবা এতই খারাপ যে এর থেকে বাসায় বসে চিকিৎসা নেয়া অনেক ভালো। রোগীরা আরো বলেছেন, হাসপাতালে যেমন কাঙ্খিত সেবা নেই তেমন নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স।