বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ ঃ প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে ও ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের জীবন জীবীকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের ঈদের উৎসব পালনের সাহায্যার্থে এগিয়ে এলো জেলা যুবলীগের নেতা লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব আলী আকবর মাঝির সুযোগ্য পুত্র আবুল বাশার সোহাগ মাঝি।
গতকাল ২৩ মে শনিবার সকাল ৯টায় সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আবাসনে শত শত অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার শাড়ি বিতরন করেন। এ সময় তার সাথে ছিলেন যুবলীগ নেতাআবুল বাশার সোহাগের পুত্র ২০১৮ সালে রশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথ এলোহা কম্পিটিশনে বিশ্বের ২৯টি দেশের মধ্যে বাংলাদেরে হয়ে দ্বিতীয় স্থান অধিকারী আননাফিউ, ৭, ৮ ও ৯ নং ইউনিটের মহিলা মেম্বর নাজমুন নাহারসহ আবাসনের নেতৃস্থানীয়রা। উক্ত আবাসনের ১২০টি ঘরে ও লাঊকাঠি খেয়াঘাটের ১২ জন খেয়ার নৌকার মাঝিকে নতুন লুঙ্গি বিতরন করেন যুবলীগ নেতা আবুল বাশার সোহাগ মাঝি। এর আগে আবুল বাশার সোহাগ মাঝির পিতা সাবেক ইউপি চেয়ারম্যান বিশিস্টি ব্যবসায়ী আলী আবকর মিয়া তার নিজস্ব উদ্যোগে লাউকাঠি ইউনিয়ন জনপদের সাত শতাধিক মোর সাইকেল ও অটোবাইক এবং রিক্সা চালকদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে এবং অসহায় মানুষদের ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে যুবলীগ নেতা জানান।