বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। আজ শনিবার (২০জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি বাজার থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য শ ম রিয়াজ আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহিলা মানুষিক ভারসাম্যহীন অবস্থায় ১৪ থেকে ১৫ দিন পূর্বে হঠাৎ কাটাখালি বাজারে এসে থাকতে শুরু করে। ৪/৫ দিন থেকেই তাকে দেখে অসুস্থ মনে হয়েছে এবং খাবার খাওয়া ছেড়ে দেয়। শনিবার সকালে মহিলাকে টলঘরে পরে থাকতে দেখে রাজাপুর থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে অজ্ঞাত মহিলার লাশা উদ্ধার করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।