বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিশেষ প্রতিবেদক, পিরোজপুর।। পিরোজপুরে নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে বেনসন সিগারেট বিক্রয়ের অভিযোগে সদরের কয়েকটি দোকানীকে সতর্ক করে পুলিশ।
বুধবার ১লা জুলাই পিরোজপুর সদরে কিছু ভোক্তার কাছে দোকানদার সঠিক মূল্য থেকে শলাপ্রতি ১ টাকা বেশি রেখে বেনসন সিগারেট বিক্রি করেন। মূলত বাজেটের পর থেকে ভোক্তারা নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে সিগারেট বিক্রয়ের অভিযোগ করছিলেন।
সরোজমিনে জানা যায়, বিক্রেতা বেনসন নির্ধারিত মূল্যের থেকে ১ টাকা বেশি রেখে দিলে ভোক্তা বিক্রেতাকে ১ টাকা ফেরত দিতে বলেন, কিন্ত বিক্রেতা তাতে রাজী হননি। ফলে ভোক্তা ক্ষুব্ধ হয়ে সরাসরি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানায়। অভিযোগ শুনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দোকানদারকে শেষবারের মতো সতর্ক করা হয়।
এ বিষয়ে সেখানে উপস্থিত ভোক্তারা জানান, ভোক্তাধিকার আইন অনুসারে সঠিক মূল্যে পন্য বিক্রি না হলে একজন সচেতন ভোক্তা ও সহযোগী প্রশাসনই পারেন সু্যোগ সন্ধ্যানী ব্যবসায়ীদের নিয়ন্ত্রনে রাখতে। প্রশাসনের এই সম্মিলিত প্রচেষ্ঠাকে আমরা সাধুবাদ জানাই।
পুলিশের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। তারা আরও জানান এ ধরণের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরোও নিউজ দেখতে ক্লিক করুন: বরিশালে অতিরিক্ত দামে বেনসন ও গোল্ডলিফ বিক্রি, পুলিশের অভিযান
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]