বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার।। নলছিটি উপজেলার মালিপুর দরবার শরীফের পাশে নিজ কক্ষ থেকে সজল দেওয়ান (৩০) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রক্তমাখা নিথর দেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে। সজল দেওয়ান মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মরহুম আমির দেওয়ানের পুত্র ও নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজ দেওয়ানের ছোট ভাই।
নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজলের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে ফেলে রেখে গেছে। লাশের ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তখন বিস্তারিত জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।