বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সড়ক দুর্ঘটনায় নিহত ঝালকাঠি জেলার একই পরিবারের পাঁচ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।নিহত পাঁচজন হলেন- ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম, তার তিন সন্তান আরিফুর রহমান, তারেক ও শিউলি বেগম এবং আরিফের শ্যালক নজরুল ইসলাম।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তারা সবাই ঘটনাস্থলেই মারা যান।