বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিদায়ী পুলিশ কর্মকর্তা এমএম মাহমুদ হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন। তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন জেলা পুলিশের কর্মকর্তারা।
বিদায়ী অনুষ্ঠানে দীর্ঘ সময় ঝালকাঠিতে চাকরি জীবনের নানা স্মৃতি তুলে ধরেন মাহমুদ হাসান। এর আগে ঝালকাঠি প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক সমিতি, পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, জেলা মাইক্রোবাস মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের সঙ্গে বিদায়ী মতবিনিময় করেন।