বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নাহিদ বিন রফিক (বরিশাল): রাস্তার ঢালে সবজি চাষের ওপর এক কৃষক মাঠ দিবস আজ ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে সচেষ্ট। সে কারণেই আমাদের সাফল্য অভূতপূর্ব। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। সবজিতে
তৃতীয়। আরো আগানো চাই। তা বাস্তবায়নে দরকার অনাবাদি জমি চাষের আওতায় আনা। এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। সারাদেশে সবজি-ফুল-ফলে ভরে দিতে হবে। ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহম্মেদের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. ফজলুল হক।
কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক রথীন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, উপসহকারি কৃষি কর্মকর্তা অপূর্ব লাল বিশ্বাস, কৃষক আব্দুর রহিম খান প্রমুখ। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুন অর রশিদ আকন,
উপসহকারি কৃষি অফিসার মো. কাজল হোসেন, এসএএও মো. হারুন অর রশিদ তালুকদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ মাঠদিবসে ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।