ঝালকাঠির নলছিটিতে পার্সিং উৎসব উদযাপন - The Barisal

ঝালকাঠির নলছিটিতে পার্সিং উৎসব উদযাপন

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২০, ০৪:২৭
  • 745 বার পঠিত
ঝালকাঠির নলছিটিতে পার্সিং উৎসব উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

নাহিদ বিন রফিক (বরিশাল): উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২২ সেপ্টেম্বর বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়ায়
পার্সিং উৎসব উদযাপন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, ফসলের পোকা দমনে যথেচ্ছ পরিমাণে কীটনাশক ব্যবহার ঠিক নয়। এতে ক্ষতিকর কীটপতঙ্গ মারা গেলেও পরিবেশ দূষণ হয়। অথচ পার্সিং অর্থাৎ জমিতে ডাল পোঁতা ফসলের আশীর্বাদ হিসেবে কাজ করে। এর মাধ্যমে ক্ষতিকর পোকা দমন হয়। পাশাপাশি বন্ধু পোকা সংরক্ষণে হয় সহায়তা। উৎপাদন খরচ কমে। তাই এ প্রযুক্তি কৃষকের জন্য লাভবান।

 

ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. ফজলুল
হক। কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, উপসহকারি কৃষি কর্মকর্তা অপূর্ব লাল বিশ্বাস, কৃষক আব্দুর রহিম খান প্রমুখ।

 

অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুন অর রশিদ আকন, উপসহকারি কৃষি অফিসার মো. কাজল হোসেন, এসএএও মো. হারুন
অর রশিদ তালুকদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট