বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বৈশাখিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া (টিএইচএম) স্কুল এন্ড কলেজসহ বেশকয়েকটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
রোববার দিনভর ‘গাছের বাজার’র স্বেচ্ছাসেবী উয়িং ‘বৃক্ষের ফেরিওয়ালা’র উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এসময় আল আকসা জামে মসজিদ, বৈশাখিয়া সরকার বাড়ি হরি মন্দির, বৈশাখীয়া কমিউনিটি ক্লিনিক, রওশন আক্তার লুনা মেমোরিয়াল কিন্ডারগার্টেন, আবদুল মালেক মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈশাখিয়া স্বতন্ত্র এবতেদায়ী দাখিল মাদরাসা, বৈশাখিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া (টিএইচএম) স্কুল এন্ড কলেজে বিভিন্ন ফুল, ফলের চারা ও কলম রোপণ করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বৈশাখিয়া টি.এইচ.এম স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আকতার ফারুক শাহীন, টিএইচ এম স্কুলের প্রধান শিক্ষক মোঃ বশিরুল ইসলাম, আঃ মালেক মোল্লা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বৈশাখীয়া সরকার বাড়ি হরি মন্দির কমিটির সভাপতি শঙ্কর সরকার, বৈশাখিয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সরকার, বৈশাখিয়া আল আকসা জামে মসজিদ এর ইমাম মোঃ ফেরদাউস, সমাজসেবক কাঞ্চন আলী হাওলাদার, গাছের বাজার এর সিইও ইনজামুল সাফিন, ‘গাছের বাজার’র সেচ্ছাসেবী উয়িং ‘বৃক্ষের ফেরিওয়ালা’র সাধারণ সম্পাদক সুজয় চন্দ্র সরকার এবং সহ সাংগঠনিক সম্পাদক সজিব কুমার বিশ্বাস প্রমুখ।