বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের আগৈলঝাড়ায় ৫বস্তা গাঁজাসহ শাহানাজ বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, মাদক জাতীয় দ্রব্য কেনা বেচার গোপন খবরে আগৈলঝাড়া থানা এলাকার উত্তর শিহিপাশা গ্রামের মোঃ আলী আকবর শিকদারের বাড়িতে বরিশাল র্যাব-৮ সদস্যরা বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলী আকবরের স্ত্রী শাহানাজ বেগমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ঘরের পাশে মাটির নীচে রাখা পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ দশমিক ৩ কেজি গাঁজা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করে।
র্যাব আরো জানায়, আটক শাহানাজ বেগম স্বীকার করেছেন তিনি মাদক ব্যবসা পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আনোয়ারুল ইসলাম বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।