বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিনোদন বিষয়ক সিনিয়র সাংবাদিক মোশাররফ রুমী আর নেই। সোমবার বিকালে মুগদা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর। বেশ কিছু দিন থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় বার স্ট্রোকে আক্রান্ত হন তিনি।
পরিবারের তরফে জানানো হয়েছে, বাদ এশা রাজধানীর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, মানবজমিন এর শুরু থেকেই মোশাররফ রুমী বিনোদন বিভাগে কাজ শুরু করেন।
সর্বশেষ গত বছরের মাঝামাঝিতে এ বিভাগের প্রধান থাকা অবস্থায় অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।