বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নগরীর কেডিসি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিস রাত ৯ টা ১০ মিনিটে আগুন লাগে। জানা গেছে- বাসিন্দা সালেক, মালেক, বুলবুল ও কুট্টির বাসায় আগুন লাগে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে আগুন নিভাতে কাজ করতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ঘটনাস্থলে উপস্থিত আছেন ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের প্রধান এবিএম মমতাজুর রহমান। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।