বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি সৌর ঝড়। প্রতি ঘণ্টায় ১.৬ মিলিয়ন কিলোমিটার বেগে এই ঝড় ধেয়ে আসছে।
আজ বা সোমবার এই ঝড় পৃথিবীর ওপর আছড়ে পড়বে বলে স্পেসওয়েদার ওয়েবসাইটের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি। উত্তর এবং দক্ষিণ মেরু থেকে এ ঝড় দেখা যাবে।
নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের কারণে স্যাটেলাইট সংকেত বিঘ্নিত হতে পারে। এতে করে জিপিএস ও মোবাইল সংকেতেও বিঘ্ন ঘটতে পারে।
গত মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন, ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লাখ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে।
সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জযুক্ত গ্যাস রয়েছে। যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এর জেরে বিশ্বের বেতার, জিপিএসের ওপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা।
কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনো প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।