বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঝালকাঠির নলছিটিতে খোকন চন্দ্র শীল (৬৫) নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে রোববার (১৬ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনরা জানায়, পুকুর নিয়ে খোকনের সঙ্গে চাচাতো ভাই সঞ্জয় চন্দ্র শীলের বিরোধ চলছিল। শনিবার রাতে সঞ্জয় লোকজন নিয়ে পুকুরের মাছ জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। এতে বাঁধা দিলে সঞ্জয় লোকজন নিয়ে খোকন ও তার ছেলে সঞ্জিবকে মারধর করে।
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকন চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।