বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঝালকাঠির রাজাপুরে মো. আজাহার আলী আকন (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার পুটিয়াখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আজাহার আলী ওই এলাকার মৃত কাছেম আলী আকনের ছেলে।
আজাহার আলীর মেজ ছেলে মো. সাইফুল ইসলাম আকন জানান, তার বাবা একজন মানসিক রোগী ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঘুম থেকে উঠে হঠাৎ নিখোঁজ হন আজাহার আলী। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত সাড়ে ৪টার দিকে তাদের বাড়ির সামনে খালপাড়ে একটি মেহগনিগাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্ররায় বলেন, আজাহার আলী একজন মানসিক রোগী ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।