রাজাপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে আটক ২ - The Barisal

রাজাপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে আটক ২

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২২, ০৭:৩৮
  • 268 বার পঠিত
রাজাপুরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে আটক ২
সংবাদটি শেয়ার করুন....

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমুর ছবি ভাংচুরের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দশটার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি বাজারের ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার উত্তর সাউথপুর এলাকার মো. আইউব আলী সরদারের ছেলে মো. বাদশা সরদার ও বদনিকাঠি এলাকার মো. কামরুল হাওলাদারের ছেলে মো. স্বাধীন হাওলাদার।

স্থানীয়রা জানায়, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপ নির্বাচনকে কেন্দ্র করে বদনিকাঠি বাজারে শুক্রবার সন্ধ্যায় ফুটবল মার্কার প্রার্থী ও মোড়গ মার্কার প্রার্থীর বড় ভাইয়ের সাথে নির্বাচন নিয়ে কথার কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন জড় হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এ সময় ফুটবল মার্কার প্রার্থী তার লোকজন নিয়ে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের মধ্যে
ঢুকে ভিতর থেকে সাটার বন্ধ করে দিয়ে অফিসের মধ্যে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমুর ছবি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাংচুরে জড়িত দুইজনকে আটক করে
থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, ছবি ভাংচুরের ঘটনায় রাতেই ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্বাধীন নামে একজন ভাংচুরের কথা স্বীকার করেছে।এঘটনায় মঠবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ ২১ জনের নামে মামলা দায়ের করেছেন। স্বাধীন হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠিয়ে বাদশাহকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট