বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রথম বাংলা : শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার খুনিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের একটাই দাবি, রিশার খুনির ফাঁসি হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করবেন’। ওই প্রতিষ্ঠানের শিক্ষক মনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, রিশার খুনিকে গ্রেফতার করে তার বিচার করা হবে’।