নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও মানববন্ধনে বিএনপি নেতা রহমাতুল্লাহ - The Barisal

নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও মানববন্ধনে বিএনপি নেতা রহমাতুল্লাহ

  • আপডেট টাইম : জুন ২১ ২০২৫, ০৯:১৪
  • 56 বার পঠিত
নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও মানববন্ধনে বিএনপি  নেতা রহমাতুল্লাহ

oplus_0

সংবাদটি শেয়ার করুন....

এক সপ্তাহের মধ্যে শায়েস্তাবাদের ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (২১ জুন) বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা (কামারপাড়া, চুরামন, আটহাজার, হবিনগর ও চরআইচা) স্বচক্ষে দেখার জন্য সেখানে গেলে ভাঙ্গন কবলিত বিভিন্ন স্পটে শত শত মানুষের আহাজারি ও স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময়কালে জনগণের একাধিক মানববন্ধনে সংহতি প্রকাশ করে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, জনগণের নির্বাচিত সরকার না থাকলে তাৎক্ষনিকভাবে কোন সমস্যার সমাধান হয় না। দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশজুড়ে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। যার ধরুন উন্নয়নের ছোয়া লাগেনি ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে। এতে অসহায় মানুষের বসতভিটা এখন বিলীনের পথে।
তিনি বলেন, তাৎক্ষনিকভাবে শায়েস্তাবাদ এলাকার ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা না গেলে শত শত মানুষের ঘরবাড়ি, এলাকার স্কুল, মাদ্রাসা বিলীন হয়ে যাবে। এজন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, পানি সম্পদ সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ এ নেতা। একইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে নদী ভাঙ্গন কবলিত এসব এলাকাগুলো পরিদর্শন ও অস্থায়ীভাবে হলেও সমাধানে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আহবান জানান তিনি।
রহমাতুল্লাহ বলেন, এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। নিরপেক্ষে ভোটের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শায়েস্তাবাদ এলাকার নদী ভাঙ্গন স্থায়ীভাবে সমাধান করা হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করতে পারলে বরিশাল সদর উপজেলার যেকোন সমস্যা সমাধান করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পরিদর্শন ও অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু,
শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ইউনিয়ন বিএনপি’র সদস্য কলম সরদার, বিএনপি নেতা মনির খান, ফারুক হাওলাদার, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, জেলা ওলামাদলের নেতা মাওলানা মাসুম বিল্লাহ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: নাসির হোসাইন, রিয়াজ মৃধা, আলামিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার, সহ-সভাপতি মইনুল হাসান সিফাত প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট