বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ডেস্ক ॥ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তরার ৫নম্বর সেক্টরের বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে স্থানীয়রা সাবেক সিইসি নুরুল হুদাকে আটক করে পুলিশে খবর দেয়। সেখান থেকে তাকে হেফাজতে নেয়া হয়েছে। শেরে বাংলানগর থানায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হবে বলে জানান ওসি। রোববার দুপুরে এই মামলাটি দায়ের করে বিএনপি। মামলায় সাবেক তিন সিইসিসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় কে এম নুরুল হুদাও আছেন। ওদিকে একটি ভিডিওতে দেখা যায় নুরুল হুদাকে আটকের পর তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।