বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ রবিবার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়,জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সফল কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানের দেশের বর্তমান প্রেক্ষাপটের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সাময়িক সময়ের জন্য অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ ও সকল কার্যক্রম কার্যক্রম স্থগিত করা হলো।
এ ছাড়া উক্ত সংক্রান্ত ব্যতীত সকল কার্যক্রম চলমান ও বর্তমানে করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।