উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষ ! হেলপারসহ নিহত-২ - The Barisal

উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষ ! হেলপারসহ নিহত-২

  • আপডেট টাইম : জুন ৩০ ২০২৫, ০৫:১৫
  • 62 বার পঠিত
উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষ ! হেলপারসহ নিহত-২
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে উজিরপুরে দাঁড়িয়ে থাকা টাইলস বোঝাই ট্রাকের সাথে আমবোঝাই অপর একটি ট্রাকের সংঘর্ষে পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৩০ জুন) ভোররাতে উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত পথচারী সবুজ হাওলাদার (৩০) উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে। এছাড়া নিহত আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গির চর এলাকার রতনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ৩ টার দিকে পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ির সামনের মহাসড়কের পাশে টাইলস বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে আমবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে টাইলস বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। পাশাপাশি সবুজ হাওলাদর নামে এক পথচারী গুরুতর আহত হন।
আহত অবস্থায় সবুজ হাওলাদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হাওলাদারের সেখানে মৃত্যু হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আমবোঝাই ট্রাক থেকে হেলপার সোহেলের মরদেহ উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. শরীফ জানান, দুর্ঘটনা কবলিত টাইলস বোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল অপরদিকে আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিলো। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আমবোঝাই ট্রাকের চালক ও টাইলস বোঝাই ট্রাকের চালক এবং হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি, সেইসাথে আহত দুই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত সবুজ হাওলাদারের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে, পাশাপাশি বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট