বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ র্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার চরআইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন নলীকে নিজবাড়ি থেকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার মধ্যরাতে চরআইরকান্দি গ্রামের গিয়াস উদ্দিন নলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী বসত ঘরে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার
গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুর জেলার বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে। এ ঘটনায় র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদি হয়ে কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।