বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। ঝালকাঠিতে এক পরিবারের তিন জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার । এ ঘটনায় একটি গ্রাম লকডাউন করেছেন প্রশাসন।
ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার আরো বলেন, তিন দফায় ঝালকাঠির মোট ৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে পরীক্ষায় ২৬ জনের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
করোনায় আক্রান্ত তিনজনই একই পরিবারের তারা কিছিুদিন পুর্বে নারায়নগঞ্জ থেকে ঝালকাঠিতে আসে।
তবে আজ শনিবার তিন জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসে। বাকি ২৭ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার আরও জানান, করোনা সনাক্ত ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।