বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ডেস্ক রিপোর্ট।। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১২ টায় সমাজ সেবা অধদিপ্তরের আওতাধীন ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস, স্ট্রক, প্যারালাইসড, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার জনহিতকর কাজের জন্য ইতমিধ্যে আন্তর্জাতিক ভাবে মাদার অফ হিউম্যানটেসিহ একাধিক পদকে ভূষিত করা হয়েছে। তার কাছে মানুষ দাবি করার পূর্বের্ই তিনি বিভিন্ন মাধ্যমে অসহায় মানুষের হাতে সহায়তা পৌছে দিচ্ছেন।
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা সমাজ সবো অধিদপ্তররে উপ পরিচালক স্বপন কুমার মুর্খাজি স্বাগত বক্তব্য রাখনে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।