বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঝালকাঠির নলছিটির এক কৃষক একবিঘা জমির বোরো ধান ত্রাণ তহবিলে দান করলেন। রোববার সকালে পৌর কাউন্সিলর কৃষক জামাল উদ্দিন খান গৌরিপাশা গ্রামের জমির ধান কেটে উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলির কার্যালয়ে পৌছে দেন। এ ধান দিয়ে বিজ তৈরি করে অসহায় কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৃষক জামাল উদ্দিন জানান, তাদের তিনবিঘা জমিতে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে তিনি একবিঘা জমির ধান কৃষি বিভাগের ত্রাণ তহবিলে দান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি জানান, ত্রাণ তহবিলে দান করা ধান থেকে বীজ তৈরি করা হবে এবং তা কৃষকদের বিনামূল্যে বিতরণ করা হবে।